Moron Hobe More Kemne | মরণ হবে মোর কেমন | Cover by Rajiya Risha | CoMessenger

Moron Hobe More Kemne | মরণ হবে মোর কেমন | Cover by Rajiya Risha | CoMessenger

Moron Hobe More Kemne | মরণ হবে মোর কেমন | Cover by Rajiya Risha | CoMessenger

আমার যেদিন মরন হবে, জানবে না কেউ বন্ধু শূন্য খাঁচা পড়ে রবে, পড়ে রবে দেহ । মরন যেদিন হবে আমার, বন্ধু বান্ধব হবে যে পর। টাকা পয়সা সব ছাড়িবা, সঙ্গে যাবে না কেহ -- শূন্য খাঁচা পড়ে রবে- পড়ে রবে দেহ। যে গজল শুনলে আপনার মন নরম হবে এবং মৃত্যুর কথা স্মরণ হবে। 

A great naseed about death sung by Tahsinul Islam. This gozol is a great reminder of death. 

আমি গজল টা শোনে অনেক কেদেঁছি গজল টা শোনে আমার মনটা নরম হয়ে গেল আমিন। মাশাল্লাহ্ ! অসাধারন কন্ঠ, আর এই চিরন্তন সত্যটুকু যদি আমরা উপলদ্ধি করতাম তাহলে কতই না সুন্দর ওমধুর হতো এই পৃথিবী। আমরা দিনে কয়বার ভাবি যে কখোন যেনো মৃত্যু আসে।যা ভাবার তা ভাবি না।সবই মিছে এক আল্লাহ ছারা। একদিন তারই ফিরেজেতে হবে।সেই কথা ভাবার সমই যেন নেই আমাদের। ভিসা কিন্তু অনিদৃস্ট কখোন যেন ভিসা শেষ হয় কেউ জানিনা। তাই আজ থেকে মনটাকে বোঝানোর চেস্টা করি আমরা সবাই ভাই। সেই পথে চলি যে পথে আল্লাহ ও তার রাসুল আমাদের চলতে বলেছেন। আজ থেকে মোনে মোনে সপত নেই আর জীবোনে এক ওয়াক্ত নামাজ ছারবো না। মিথ্যা বলব না। সুদ খাইবো না। হারাম কাজ করবো না।আল্লাহ আমাকে ও আপনাদের সবাইকে খাটি মুমিন হয়ে কবোরে যাওয়ার তওফিক দান করুন। আমিন।

আল্লাহ্ আমার ছোট ভাই কে জান্নাত দান করেন আমিন ছুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তাওফিক দান করুন, আমিন।

 এই গজল সোনে মান জুরিযে গেলো আল্লা সবাইকে 5 আকত নামাজ পড়ার জোনো তোফিক দান করোন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গায়কী। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা। হে আল্লাহ আমাদেরকে ভাইরাস থেকে মুক্তি করেন আমাদের গুনাহ মাফ করেন সবাইকে সঠিক পথ দেকান ভালো পথে চলার রহমত দেন।  

“আমার যেদিন মরন হবে” গানটি আমার কণ্ঠে কেমন হলো অবশ্যই জানাবেন, লিংক দেয়া হলো: ইসলামী সঙ্গীত পিপাসুদের জন্য আরেকটি নাম “এলিয়েন টিভি বাংলা”। ইংরেজী, বাংলা, আরবী, উর্দ্দু ভাষায় ইসলামী সঙ্গীত ও পর্যায়ক্রমে শর্টফ্লিম ও নাটক পাবেন। প্রতি সপ্তাহে কমপক্ষে ২/১টি গানতো থাকছেই ইনশাআল্লাহ্, সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে সাথেই থাকুন। 

আল্লাহু তুমি সকল মুসলিম মাফ করে দাও তুমি সকলকে পাচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ আমার মৃত্যুকালে কালেমা নছিব হওয়ার মতো তৈফিক দান করিয়া দিও। মৃত্যুর আগে মৃত্যুর সামান তৈরি কর। মৃত্যুর পরে আর কোনো সুযোগ দেওয়া হবে না..। 

ভাইয়া আপনাদের আর্টিকেলটি পড়ে অনেক ভালো লাগলো? কমেন্টস করে জানাবেন নিশ্চয়?

গজলটা শুনে আমার অনেক কান্না চলে এসেছে কারণ আমার আম্মু ৮ মাস আগে দুনিয়া থেকে চলে গিয়েছে।Thank you kalarab,আমাদের এত সুন্দর গজল উপহার দেওয়ার জন্য। এটাই সান্ত্বনা ! এতিম ছিলেন আমার নবী (সাঃ) এতিম আমার সন্তান ও আলহামদুলিল্লাহ্ আল্লাহ কারীম আল্লাহু আকবর। 

মাশাআললহ অনেক সুন্দর হয়েছে,, যেমন কথা তেমন কন্ঠ,, সব মিলিয়ে অনেক সুন্দর,,,, আল্লাহ সকল মা বাবা কে নেক হায়াত দান করুক,, আর যাদের বাবা মা নেই তাদের মা বাবা কে জান্নাত নসিব করুক,আর যারা এতিম তাদেরকে ও আললাহ ভালো রাখুক,,,, 

মাশাল্লাহ, অনেক সুন্দর হইছে গজলটা।।সুরের পাখিদের কন্ঠ অনকে সুন্দর।।দোয়া রইলো ছোট ভাইদের জন্য। পৃথিবীতে সবচেয়ে এতিম ও সহজ সরল ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংগীত টা শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না । যত বার শুনি চোখের পানি চলে আসে। মাশাল্লাহ অসাধারণ সংগতি খুব সুন্দর কন্ঠ শুনিতে খুব মধুময় খুব সুন্দর কন্ঠ খুব পছন্দ হইয়াছে ভালো। আমাদের নবী হযরত মোহাম্মদ( সঃ) বলেছেন তুমরা এতিমদের সাথে খারাপ আচরণ করো না কারন আমি নিজেও এতিম। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url