আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত ও হাশরের শেষ তিন আয়াত - অসম্ভব সুন্দর তেলাওয়াত
সূরা হাশরের (الحشْر) শেষ তিন আয়াত ও বাকারার(سورة البقرة) শেষ দুই আয়াত , ও আয়াতুল কুরসি(آية الكرسي)।
➽ Recited by Hani Ar Rifai
➽ Ayatul Kursi, surah baqarah last 2 verses and surah hashr last 3 verses Bangla Translation : Sikhun Surah
উপরের আয়াতগুলোর অনেক ফজিলাত আছে। যেমন, ✍ আবু উমামা (রা:) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন: “যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না।”
✍ রাসুলুলাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ঠ হবে”। [ বুখারি ৫০১০, মুসলিম ৮০৭ ]
✍ যে ব্যক্তি “আউজুবিল্লাহিস সামীয়িলআলীমি মিনাশ শাইতানির রাজীম” পাঠকরার পর সুরা হাশরের সর্বশেষ তিন আয়াতপাঠ করিবে আল্লাহ তায়ালা তাহার জন্য ৭০হাজার ফেরেশতা নিযুক্তকরে দিবেন, তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীরজন্য রহমতের দোয়া করবে। যেদিন এইআয়াত তিনটি পাঠ করিবে সেদিনপাঠকারী মারাগেলে শহীদের মউত হাসিলকরিবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠকরিবে সেও একই মর্তবা লাভ করিবে। (তিরমিজী)।
✍ আবু উমামা (রা:) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন:
“যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না।”
✍ রাসুলুলাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য
যথেষ্ঠ হবে”। [ বুখারি ৫০১০, মুসলিম ৮০৭ ]
✍ যে ব্যক্তি “আউজুবিল্লাহিস সামীয়িলআলীমি মিনাশ শাইতানির রাজীম” পাঠকরার পর সুরা হাশরের সর্বশেষ তিন আয়াতপাঠ করিবে আল্লাহ তায়ালা তাহার জন্য ৭০হাজার ফেরেশতা নিযুক্তকরে দিবেন, তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীরজন্য রহমতের দোয়া করবে। যেদিন এইআয়াত তিনটি পাঠ করিবে সেদিনপাঠকারী মারাগেলে শহীদের মউত হাসিলকরিবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠকরিবে সেও একই মর্তবা লাভ করিবে। (তিরমিজী)।