আবেগময় সূরা কাহফ এর তিলাওয়াত ┇ Beautiful Surah Kahf Recited by Ismail Al Nouri ┇ An Nafee ┇ আন নাফী

আবেগময় সূরা কাহফ এর তিলাওয়াত ┇ Beautiful Surah Kahf Recited by Ismail Al Nouri ┇ An Nafee ┇ আন নাফী 

► সূরা কাহাফ 

► তিলাওয়াত: ইসমাঈল আন নুরী ﺍٕﺳﻤﺎﻋﻴﻞ ﺍﻟﻨﻮﺭﻱ  

সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআন শরিফের ১৮ নম্বর সূরা এটি। আয়াত সংখ্যা ১১০, রুকু ১২। এটি ১৫ নম্বর পারার দ্বিতীয় সূরা। বিভিন্ন হাদিসে সূরা কাহাফের ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষত জুমার দিন এ সূরা তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। নিচে কিছু সহিহ হাদিস উল্লেখ করা হলো- ১। হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্ত করবে সে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত থাকবে। -সহিহ মুসলিম: ৮০৯, আবু দাউদ: ৪৩২৩ ২। হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে যেমনভাবে নাজিল করা হয়েছে, তাহলে সেটা তার জন্য নূর হবে তার স্থান থেকে মক্কা পর্যন্ত এবং যে সূরার শেষ দশ আয়াত পড়বে সে দাজ্জালের গণ্ডির বাইরে থাকবে এবং দাজ্জাল তার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। -সুনানে নাসাঈ: ১০৭২২ ৩। হজরত আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত, যে ব্যক্তি সূরা কাহাফ যেমনভাবে নাজিল হয়েছে সেভাবে পড়বে, তার জন্য কেয়ামতের দিন সেটা নূর হবে। -শোয়াবুল ঈমান: ২২২১ 

আল্লাহ আমাদের সকলকে জুম'আর দিনে সূরা কাহফ এর আমলটি করবার তৌফিক দান করুন। আমিন। 

এই সূরা শুনলে আমার শ্বাসকষ্ট ভালো হয়। Depression থেকে মুক্তি পাই। ঘুম না পাইলে এই সূরা শুনলে ঘুম ও আসে।।। সবকিছুর জন্য " আলহামদুলিল্লাহ "। মনে এক অন্য রকম শান্তি পাই যখন কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ সবার অন্তর কে কোরআনের আলোকে আলোকিত করে দিক।

সলাম বড় ধর্ম। আলহামদুলিল্লাহ আমি মুসলিম আর আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত ❤️❤️❤️ এর থেকে বেশি পৃথিবীর আর কী চাই??? ‌‌যারা আমর সাথে একমত আপনার মুল্যবান লাইক ও কমেন্ট করে জানাবেন প্লিজ।

কলিজাটা ঠান্ডা হয়ে গেলো।আমি গর্বিত,আমি মুসলিম,,আর আমি হযরত মুহাম্মাদ (সাঃ)এর উম্মত। আল্লাহ আপনাকে অশেষ ধন্যবাদ আপনি এখনো আমাদের সুস্থ রেখেছেন।আর আপনার দেয়া নিয়ামতের শুকরিয়া।সবশেষে সালাম ও দুরূদ আমার নবীর জন্য রইলো।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url