পৃথিবী ধ্বংসের বর্ননা | মিজানুর রহমান আজহারী ওয়াজ | Waz Mizanur Rahman ...
পরিচিত একজন ফিনল্যান্ড থাকেন। পড়াশোনা করেন ওউলু বিশ্ববিদ্যালয়ে। তার কাছে শুনতে পারলাম, একটা কোর্সে সে পর পর ৩ বার ফেইল করেছে। সেই কোর্সের শিক্ষক তাকে মেইল করেছে। শিক্ষক তার কাছে জানতে চাইছে কেন তার কোর্সে পর পর ৩ বার ফেইল করার কারন। কোথায় সমস্যা হচ্ছে তার। তাকে জিঙ্গাস করা হয়েছে তার লেকচার কি তার ভালো লাগেনা।
ভাই তখন বলেছে সে তার প্রশ্নের ধরন বুঝতে পারেনা। এরপর সেই শিক্ষক বিগত এই পরীক্ষায় যে ছাত্ররা ভালো মার্ক পায় তাদের খাতা দেখান এবং বলেন আমি এরকম উত্তর আশা করি এবং সাথে এটাও বলেন, তোমার জন্য আমাকে অপরাধী মনে হয়।কেন আমি শিক্ষক হয়ে তোমাকে বুঝাতে পারছি না । শিক্ষক আরো বলেন, এটা শুধু তোমার ব্যর্থতা না। আমারও ব্যর্থতা। কোন শিক্ষার্থী ক্লাসে না আসলে সেখানে শিক্ষকরা নাকি নিয়মিত মেইল করে। ক্যাম্পাসের বাইরে দেখা করে খোঁজ খবর নেয় কোন সমস্যায় আছে কিনা।
সেইখানকার শিক্ষকদের মনমানসিকতা কতটা উন্নত ভাবা যায়।